Sun. Sep 21st, 2025
Advertisements

Bagerhat-photo-(16-06-2016)খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: বাগেরহাট : বাগেরহাট -৩ (রামপাল-মংলা) আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক তার ব্যক্তিগত অনুদান থেকে বাগেরহাট প্রেসক্লাবে একটি এসি প্রদান করেছে। এমপি তালুকদার আব্দুল খালেকের ভাতিজা বাগেরহাট পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার আলহাজ¦ তালুকদার এ বাকি বৃহষ্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে এসিটি প্রেসক্লাব সভাপতি এ্যাড শাহ আলম টুকু কাছে প্রদান করেন। এ সময় পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদত ইবনে মিজান হীরু, প্রেসক্লাব সাধারন মো.কামরুজ্জামান, সাবেক সভাপতি শেখ আহসনুল করিম, সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, নিয়ামুল হাদী রানা, ইয়ামিন আলী, মোল্লা মাছুদুল হক, নকিব সিরাজুল হক, মীর জায়েসী আশরাফী জেমস প্রমুখ।