Tue. Sep 23rd, 2025
Advertisements

thakurgaonখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে মদ্যপানের অভিযোগে জরিমানা। জেলার হরিপুরে চোলাই মদ (চুয়ানী) খাওয়ার অপরাধে আব্দুল্লাহ হিল বাকী ওরফে রব্বানী (৪৩) ও কামাল (২৮) নামে দুজনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার পাহাড়গাঁও গ্রামের ওয়াদুদ আলীর ছেলে আব্দুল্লাহ হিল বাকী ওরফে রব্বানী (৪৩) ও হলদিবাড়ি গ্রামের নুরুল হকের ছেলে কামালকে (২৮) চৌরঙ্গী বাজার থেকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা স্বীকার করে হরিপুর থানা এসআই সবুর আহম্মেদ বলেন, উপজেলার পাহাড়গাঁও গ্রামের ওয়াদুদ আলীর ছেলে আব্দুল্লাহ হিল বাকী ওরফে রব্বানী (৪৩) ও হলদিবাড়ি গ্রামের নুরুল হকের ছেলে কামালকে (২৮) চোলাই মদ খাওয়া ও রাখার অপরাধে চৌরঙ্গী বাজার থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সকালে ঘটনার বিষয়টি হরিপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানকে জানানো হলে তিনি ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের দু’জনকে ৫ হাজার টাকা জরিমানা করে।