Thu. Sep 25th, 2025
Advertisements

55খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৬ জুন ২০১৬: নওগাঁ : নওগাঁয় আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০১৬ যথাযোগ্য মর্য়াদায় উদযাপন উপলক্ষ্যে স্থানীয় কর্মসুচী প্রনয়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মাজেদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আ.ত.ম আবদুল্লাহেল বাকী, পৌরসভার মেয়র আলহাজ্ব নাজমুল হক সনি, নওজোয়ান সমিতির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আব্দুল কাইউম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের জেলা কমান্ডার হারুন আল রশীদ, ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, এনডিসি জুনাইদ কবির সোহাগ, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর ওয়ালীউল ইসলাম, জেলা তথ্য অফিসার তৌফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আসন্ন পবিত্র ঈদুল ফিতর-২০১৬ যথাযোগ্য মর্র্যাদায় উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সমস্যা নিয়ে এবং তার সমাধানের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।