খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: পি৭৫ নামে সম্পূর্ণ নতুন বাজেট স্মার্টফোন উন্মোচন করেছে প্যানাসনিক। শ্যাম্পেইন গোল্ড এবং স্যান্ড ব্লাক কালার অপশনে ৮৮ মার্কিন ডলারে স্মার্টফোনটি বিক্রি হবে।
প্যানাসনিক পি৭৫ স্মার্টফোনে ৭২০*১২৮০ পিক্সেল রেজ্যুলেশনসহ ৫-ইঞ্চি এইচডি ডিসপ্লে বিদ্যমান। ১.৩ গিগাহার্টজ কোয়াড-কোর প্রসেসরযুক্ত হ্যান্ডসেটটি অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেমে চলে। ১জিবি র্যামযুক্ত স্মার্টফোনটিতে আছে ৮জিবি অভ্যন্তরীন স্টোরেজ যা আলাদা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এলইডি ফ্ল্যাশসহ ডিভাইসটির পিছনে ও সামনের ক্যামেরা যথাক্রমে ৮ ও ৫ মেগাপিক্সেল।
হ্যান্ডসেটটিতে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারী সংযুক্ত আছে। ফোনটি ৪জি, এলটিই, ৩জি, ওয়াই-ফাই, ব্লুটুথ এবং জিপিএস সংযোগ সমর্থণ করে। প্রতিষ্ঠানটি স্মার্টফোনটির সাথে একটি স্ক্রিন কার্ড বিনামূল্যে প্রদান করছে।