Mon. Sep 22nd, 2025
Advertisements

jamalpurখোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: জামালপুরের সরিষাবাড়ী পৌর এলাকার এ.আর.এ. জুটমিলের ৩০০ মণ পাটপণ্যসহ (শুতলী) একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। বৃহষ্পতিবার রাত ১০টার দিকে ফায়ার সার্ভিস রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছেন।
জুটমিল ও প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় এ.আর.এ. জুটমিলে প্রায় ছয় লাখ টাকা মূল্যের ৩০০ মণ পাটের তৈরি পণ্য (শুতলী) ট্রাকভর্তি করা হয়। ট্রাকটি (নং ঢাকা মেট্টো ট-১৮-১৭৩৬) রাত ১০টার দিকে রাজধানীর ইমামগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ফায়ার সার্ভিস এলাকায় পৌছলে একদল ছিনতাইকারী ট্রাকটি জিম্মি করে আরামনগর বাজারে নিয়ে যায়। রাতেই তারা ট্রাকের পাটপণ্যগুলো নামিয়ে নেয়। এ ঘটনার পর ট্রাকচালক ধানাটা গ্রামের সুরুজ মিয়া এলাকা ছেড়ে পালিয়ে যান। তবে এ রিপোর্ট লেখা ট্রাকটি আরামনগর বাজার ট্রাক পরিবহণ শ্রমিক মোড়ে এখনও আটক রয়েছে।
এ.আর.এ. জুট মিলের ভাড়াটিয়া মালিক (ভারপ্রাপ্ত নির্বাহী) কাওসার আহম্মেদ জানান, ‘ট্রাকের মালগুলো ইমামগঞ্জের এস.কে. এন্টারপ্রাইজের কাছে বিক্রি করা হয়েছে। রাস্তায় কোন মাল বা ট্রাক ছিনতাই হলে সে দায়ভার ক্রেতার; মিল কর্তৃপক্ষের না।’
নাম প্রকাশে অনিচ্ছুক এ.আর.এ. জুটমিলের কয়েকজন শ্রমিক নেতা জানান, ‘সরিষাবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর জহুরুল ইসলাম তার লোকজন নিয়ে প্রকাশ্যে মালসহ ট্রাকটি নিয়ে যান।’ এ ব্যাপারে পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম অভিযোগ স্বীকার করে বলেন, ‘আমি এ.আর.এ. জুটমিলের কাছে পাট বিক্রি করেছি, তাই মিল কর্তৃপক্ষের কাছে আমার সাড়ে পাঁচ লাখ টাকা বকেয়া পাওনা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে টাকা না দেওয়ায় মালসহ ট্রাকটি আমি নিয়ে এসেছি। আমার টাকা দিয়ে তারা মাল নিয়ে যাবে।’
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিল্লাল উদ্দিন বলেন, ‘এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ দেয় নি, বিধায় বিষয়টি আমার জানা নেই।’