Thu. Sep 25th, 2025
Advertisements

bagerhatখোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: এস এম রাজ ,বাগেরহাট : বাগেরহাটের মোল্লাহাটে রাসেল সরদার (২১) নামে এক ব্যাটারী চালিত ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার বিকালে মোল্লাহাট উপজেলার জয়ডিহি মাদ্রাসার পাশের একটি ডোবা থেকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে লাবনী বেগম (২৫) নামে এক নারীকে আটক করেছে। সে খুলনার ডুমুরিয়া উপজেলার ছুকরা গ্রামের তপু বিশ্বাসের স্ত্রী। নিহত রাসেল খুলনার ডুমুরিয়া উপজেলার সাহাপুর গ্রামের মোশারেফ সরদারের ছেলে।
নিহতের বাবা মোশারেফ সরদার বলেন, গত মঙ্গলবার সকালে ডুমুরিয়া উপজেলার ছুকরা গ্রামের তপু বিশ্বাস নামে এক ব্যক্তি আমার ছেলে রাসেলের ইজিবাইক ভাড়া করে বাগেরহাটের মোল্লাহাটে শ্বশুর বাড়িতে নিয়ে যায়। ওই দিন রাতে সে বাড়িতে ফিরে না আসায় আমরা রাসেলের ফোনে ফোন করি। কিন্তু তার ফোন বন্ধ পাই। পরে তপুর ফোনে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে পরদিন মোল্লাহাটে ছেলেকে খুঁজতে যাই। সেখানে না পেয়ে পুলিশকে জানালে পুলিশ আমার ছেলের মরদেহ উদ্ধার করেছে।
মোল¬াহাট থানার ওসি আ স ম খায়রুল আনাম বলেন, মঙ্গলবার সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার তপু বিশ্বাস নামে এক ব্যক্তি তার পরিচিত পাশের গ্রামের ইজিবাইক চালক রাসেলকে ভাড়া করে পরিবারের সদস্যদের নিয়ে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের ঘোষগাঁতি গ্রামের শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। তপু তার পরিবারকে শ্বশুর বাড়িতে রেখে রাসেলকে নিয়ে বাইরে ঘুরতে যান। তপু রাসেলের ব্যাটারী চালিত ইজিবাইকটি আতœসাত করতে পরিকল্পিতভাবে তাকে জয়ডিহি এলাকায় নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরে তার মরদেহটি লুকিয়ে ফেলতে পাশের একটি ডোবায় ফেলে দেয়। বৃহষ্পতিবার বিকালে স্থানীয় লোকজন ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ সেখানে গিয়ে রাসেলের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এঘটনার পর তপু বিশ্বাস পালিয়ে গেছে। তবে তপুর স্ত্রী লাবনীকে আটক করা হয়েছে। ইজিবাইকটি উদ্ধার করা হয়েছে।