Thu. Sep 25th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, শুক্রবার, ১৭ জুন ২০১৬: লিবিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে তিন বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো দুজন মৃত্যুর সঙ্গে লড়ছেন। বুধবার রাতে আল–জাওয়াইয়া শহরের অদূরে মুত্তত এলাকায় এ ঘটনা ঘটে।
লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, গত বুধবার নিজেদের ঘরে গ্যাসের চুলা জ্বালানোর সময়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে এবং কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। এতে কক্ষে থাকা পিরোজপুর জেলার মঠবাড়িয়া ভিটাখালী ইউনিয়নের বেলাল হোসেন, একই এলাকার চুন্নু মিয়া, মো. মোস্তফা, দুলাল আহমেদ এবং আবু হানিফের শরীর আগুনে ঝলসে যায়।
পরে স্থানীয় অন্যান্য শ্রমিকরা এসে তাঁদের উদ্ধার করে আল-জাওয়াইয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রোগীদের অবস্থার অবনতি হলে দ্রুত ত্রিপলি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মো. মোস্তফা, বেলাল হোসেন এবং আবু হানিফ মারা যান। অপর দুজনের অবস্থাও আশঙ্কাজনক বলে সংশ্লিষ্ট দূতাবাসকে জানিয়েছেন চিকিৎসকরা।