Sun. Sep 21st, 2025
Advertisements

8খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: ভারতের জনপ্রিয় সংগীত তারকা হানি সিংয়ের ‘লাভ ডোজ’ গানের মডেল হয়ে প্রথমবারের মতো আলোচনায় আসেন উর্বশি রাউতেলা। এরপরই ‘সানামরে’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তার।
ব্যবসা সফল এ ছবিতে তার অভিনয়-পারফরমেন্স বেশ প্রশংসিত হয়। এবার আরও বড় চমক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এ অভিনেত্রী। ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ ছবির প্রধান নায়িকা হিসেবে এবার দেখা যাবে তাকে। আফতাব, রীতেশ দেশমুখ ও বিবেক ওবেরয়ের ‘মাস্তি’ ছবির দুটি সিকুয়্যালের আগে ব্যাপক ব্যবসা সফলতা পেয়েছে।
মূলত বলিউডের প্রথম প্রাপ্তবয়স্ক কমেডি ছবি ছিল ‘মাস্তি’। এরপর ২০১৩ সালে এর সিকুয়্যাল ‘গ্র্যান্ড মাস্তি’ মুক্তি পায়। এ ছবিটি বিভিন্ন আপত্তিকর দৃশ্য ও সংলাপের কারণে বিতর্কের মুখে পড়ে। ঠিক তেমনটাই হলো এবারের ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’র বেলায়ও। এরই মধ্যে ছবিটির ট্রেইলার প্রকাশ হয়েছে। ট্রেইলারে সুপারহট উর্বশিকেই আবিষ্কার করা গেছে। পাশাপাশি বেশ কিছু আপত্তিকর দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। সব মিলিয়ে এ ছবিটি ও উর্বশি ভালো বিতর্কের মুখেই পড়েছেন। তবে ছবিটিকে নিজের ক্যারিয়ারের সবচাইতে বড় সুযোগ হিসেবেও মনে করছেন এ নায়িকা।
এ বিষয়ে তিনি বলেন, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’ আমার ক্যারিয়ারের একটি বড় প্রাপ্তি। আগামী মাসের ২২ তারিখ ছবিটি মুক্তি পাবে। এখানে আবেদনময়ী উর্বশিকেই সবাই পাবেন। পুরো ছবিটিই অনেক মজার। চ্যালেঞ্জ করে বলতে পারি ছবিটি সবার ভালো লাগবেই।