Wed. Sep 17th, 2025
Advertisements

25খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: এমবিএ ডিগ্রিধারী মন্ত্রী স্কুল পরিদর্শনের সময় ইংরেজিতে হাতি বানান ভুল লিখলেন। আর এই ভুল বানানের ছবি সোশ্যাল মিডিয়াতে প্রকাশ পাওয়া মাত্রই বর্তমানে তা ভাইরাল।
ঘটনাটি গুজরাটের। শঙ্কর চৌধুরী নামে ওই মন্ত্রী বর্তমানে গুজরাটের পরিবহন, স্বাস্থ্য ও নগরন্নোয়ন দফতরের দায়িত্বে রয়েছেন।
এর আগে ২০১২ সালে বিধানসভা কক্ষের ভিতর অধিবেশন চালাকালীন তার বিরুদ্ধে আই-প্যাডে অশ্লীল ছবি দেখার অভিযোগ উঠেছিল।
গুজরাটে ‘স্কুল চলো’ অভিযানের অংশ হিসেবে সম্প্রতি তিনি একটি স্কুলে গিয়েছিলেন। সেখানেই খুদে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের একটি ক্লাসও নেন তিনি।
আর ক্লাস নেওয়ার সময়ই ঘটে সেই ঘটনা। ব্ল্যাকবোর্ডে ইংরাজিতে হাতি বানান লিখে ফেলেন ঊখঊচঐঅঘঞ-এর বদলে ঊ-খ-ঊ-চ-ঐ-ঊ-ঘ-ঞ। আর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়াতেই বর্তমানে ভাইরাল।
যদিও, গুজরাটের শাসকদল বিজেপির দাবি তিনি ছাত্রছাত্রীদের পরীক্ষা করার জন্যই জেনেশুনেই ভুল বানানটি লিখেছেন।
কিছুদিন আগেই শঙ্কর চৌধুরীর এমবিএ ডিগ্রিটি ভুয়া বলে দাবি করে এক সমাজকর্মী তার বিরুদ্ধে মামলা করেছিলেন। এই ঘটনায় তাকে আদালতেও যেতে হয়েছিল।