খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: চাকরি নেই প্রতিষ্ঠানগুলোর সাধারণ উত্তর। যোগ্যতা নিয়ে বসে আছেন কিন্তু চাকরি মিলছে না মন মতো কোন ভালো প্রতিষ্ঠানে। চিন্তা নেই। চাকরির জন্য যদি আপনার মঙ্গল গ্রহে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এখনি উপযুক্ত সময়। দেরি না করে এখনি ঘুরে আসুন নাসার ওয়েবসাইট। আর নিজের জীবন বৃত্তান্ততে মঙ্গল গ্রহে চাকরি করার ইচ্ছের কথা উল্লেখ করতে ভুলবেন না।
ভাবছেন কি সব আজগুবি কথা! মন মতো চাকরির খবর দিলে হবে? চাকরি নিয়ে মশকরা কার ভালো লাগে? আপনার সদয় অবগতির জন্য এ কোন গল্প নয়। স্বয়ং নাসা বলছে তারা ২০৩০ সালের মধ্যে মঙ্গলে একটি কলোনি করার কাজ সম্পন্ন করতে চায় নাসা।
ইতোমধ্যে মঙ্গলকে ঘিরে ‘স্পেস ট্যুরিজম’ চালু করেছে নাসা। নাসাতে চাকরি করবেন বলে কথা। পৃথিবীতে সবচেয়ে লোভনীয় চাকরি হলেও মঙ্গলের ক্ষেত্রে আপনার ইচ্ছেটাকেই প্রাধান্য দিচ্ছে এই প্রতিষ্ঠানটি।
শুধু বিজ্ঞানীরাই যে আবেদন করতে পারবেন এমনটা নয়। শিক্ষক থেকে কেরানি, চাষি, সাংবাদিক যে কোন পদের জন্যই আপনি আবেদন করতে পারেন। নাসার সাইটে গেলে এ মর্মে একটি চাকরি বিজ্ঞপ্তিও পাবেন আপনি।
মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে কি না সে গবেষণা বহু বছরের। সেখানে যে প্রাণের স্পন্দন ছিল তাও দাবি করা হচ্ছে। মঙ্গল গ্রহের বহুস্থানে জলের রেখাও মিলেছে। একদল গবেষক তো দাবি করেছেন, মঙ্গলে সুনামিও হয়েছিল। পৃথিবীর বাইরে অন্য কোনও গ্রহে মানুষের বাসস্থানের ক্ষেত্রে মঙ্গল অনেকটাই এগিয়ে। এই অবস্থায় মঙ্গলে আগামী দিনে মনুষ্য সভ্যতা গড়ে তুলতে সেখানে বিশালমাত্রায় কর্মযোগ্য চলবে।