Sun. Sep 21st, 2025
Advertisements

1466241061697খোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় বটগাছ ভেঙে নিহত ১, আহত ১০ বলে জানা যায়। ঘটনা সূত্রে জানা যায, শনিবার দুপুর ১টার দিকে উপজেলার দামোল গ্রামে পূজা অর্চনার সময় এ দুর্ঘটনা ঘটে। হরিপুর উপজেলায় বটগাছ ভেঙে পিংকি (১৮) নামে নারী পূজারীর মৃত্যু হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিংকি রাণীশংকৈল ডিগ্রি কলেজের ছাত্রী ছিলেন। রাণীশংকেল উপজেলার নন্দগাও শিমুলপাড়ার রমেন রায়ের মেয়ে পিংকি। প্রত্যক্ষদর্শীরা জানায়, স্থানীয় লোকজন ওই বটগাছের নিচে নিয়মিত হরিবাসর পূজা করে থাকে। প্রতিদিন সকালে সেখানে অনেক পূজারী উপস্থিত হন। এ সময় হালকা বাতাসে বটগাছ ভেঙে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।