Wed. Sep 24th, 2025
Advertisements

jhenaidahখোলা বাজার২৪,শনিবার, ১৮ জুন ২০১৬: ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার কথিত ছাত্রলীগের নামধারী সুমন একটি ছিনতাই মামলায় পুলিশের খাতায় পলাতক আসামী হলেও থানার ১শ গজের ভিতরে ঘুরাফেরা করে, পুলিশের নজরে পড়ে না।
প্রাপ্ত সূত্রে প্রকাশ, কৃঞ্চচন্দ্রপুর গ্রামের মৃত নবিছদ্দিন মন্ডলের ছেলে আমিনুর রহমানকে গত ২৮ শে এপ্রিল বিকালে পূর্ব শত্রুতার জের ধরে কথিত ছাত্রলীগ নেতা সুমনের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী চক্র বেদম মারটি করে এবং তার কাছ থেকে ১০হাজার টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় আমিনুরকে মহেশপুর হাসপাতালে ভর্তি করা হয়।

আমিনুরের স্ত্রী রুবিনা খাতুন বাদী হয়ে মহেশপুর থানায় একটি মামলা করেছে। মামলাটি গত ২মাস পার হয়ে গেলেও পুলিশ সুমনকে গ্রেফতার করতে পারেনি। মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই গোলাম মাওলা জানান, মামলার ১নং আসামী সুমন পলাতক রয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। এদিকে এলাকাবাসীর নিকটে খোঁজ খবর নিয়ে জানা গেছে, উক্ত সুমন প্রতিদিন মোটরসাইকেল যোগে মহেশপুর থানার আশেপাশের চায়ের দোকানে উঠা-বসা করে। ভুক্তভোগী পরিবার অবিলম্বে আসামীকে গ্রেফতারের দাবী জানিয়েছেন।