Tue. Sep 23rd, 2025
Advertisements

10খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: এ সময়ে বলিউডের চর্চিত বিষয় বিরাট কোহলি আর আনুশকা শর্মা। শুধু বলিউডে নয় এ চর্চা জোরালোভাবেই চলছে ক্রিকেটাঙ্গনেও। এবার এ জুটির হালে নতুন করে হাওয়া লেগেছে। শোনা যাচ্ছে, তারা নাকি লিভ ইন করতে যাচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়েছে, ৩৪ কোটি টাকা ব্যয়ে মুম্বাইয়ের ওরলিতে একটি ফ্ল্যাট কিনেছেন বিরাট কোহলি। টাওয়ার সি এর ৩৪ তলায় ৭ হাজার ১৭১ স্কয়ার ফিটের ফ্ল্যাট এটি। শোনা যাচ্ছে, এই ফ্ল্যাটেই থাকবেন বিরাট-আনুশকা। গত বছর এই ফ্ল্যাটটি দেখে রাখেন তারা।
২০১৪ সালে আনুশকা-বিরাটের একই ছাদের নিচে থাকার গুঞ্জন উঠেছিল। যদিও তা গুঞ্জন পর্যন্তই সীমাবদ্ধ ছিল। এ নিয়ে তখন ভারতীয় সংবাদমাধ্যমে খবরও প্রকাশিত হয়েছিল। সম্প্রতি আবারও নতুন করে এ বিষয়টি চাউর হলো।