খোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: নতুন একটি স্মার্টফোন বাজারে এনেছে চীনের বিখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়ান প্লাস। যেটিতে স্বর্ণের প্রলেপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মডেল ওয়ান প্লাস থ্রি। ৬ জিবি র্যাম ব্যবহার করা হয়েছে ফোনটিতে।
ওয়ান প্লাস থ্রিতে ১৬ মেগা পিক্সেলের রিয়ার এবং সেলফি প্রেমীদের জন্য ৮ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রিয়ার ক্যামেরা দিয়ে ফোর কে ভিডিও ধারণ করা হবে। ফোনটিতে রয়েছে ৩ হাজার মিলি অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। এতে ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
ওয়ান প্লাস থ্রির মূল্য ৪০০ ডলার। ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় ৩২ হাজার টাকা।
৫.৫ ইঞ্চির অপটিক অ্যামোলিড ফুল এইচডি ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস ৪, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮২০ কোয়াডকোর প্রসেসর, অ্যাড্রিনো ৫৩০ জিপিইউ, অ্যানড্রয়েড মার্শ ম্যালো ৬.০, বিল্ট ইন মেমোরি ৬৪ জিবি রয়েছে ফোনটিতে। ফোনটির ইউজার ইন্টারফেসে ব্যবহার করা হয়েছে অক্সিজেন ওএস।