Fri. Sep 19th, 2025
Advertisements

 

AKM-Shahidul-Haque-IGPখোলা বাজার২৪, রবিবার, ১৯ জুন ২০১৬: বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন স্বাধীনতা বিরোধী চক্র জঙ্গি তৎপরতার মাধ্যমে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে উঠে পড়ে লেগেছে।

তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আমাদের যুব সমাজকে জঙ্গিবাদ ও মাদকের বিষাক্ত ছোবল থেকে রক্ষার জন্য অভিভাবকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। তিনি জঙ্গিবাদ ও মাদক থেকে সমাজ রক্ষায় সকলকে সজাগ থাকার আহ্বান জানান।

আইজিপি গতকাল শনিবার সন্ধ্যায় শরীয়তপুর পুলিশ লাইন মিলনায়তনে জেলা পুলিশের আয়োজনে ইফতার মাহফিলে বক্তৃতাকালে একথা বলেন।

পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী, জেলা ও দায়রা জজ মোঃ আতাউর রহমান, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে।

এছাড়া সকল উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ পুলিশ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।