Thu. Sep 18th, 2025
Advertisements

2খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: ঢাকায় অবস্থানরত কূটনীতিকদের বাংলাদেশের রোহিঙ্গা পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য জানাবে সরকার।
এ জন্য আজ সোমবার এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এ ব্রিফিং করবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, ইউরোপ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কূটনীতিকরা এই ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন।
সম্প্রতি বাংলাদেশে অবস্থান করা কাগজপত্রহীন রোহিঙ্গাদের শুমারি করে বাংলাদেশ সরকার। এই শুমারি সম্পর্কে জানাতেই মূলত এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের দুটি শিবিরে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ৩২ হাজার।
তবে গত ফেব্র“য়ারি মাসে সরকারের করা শুমারির তথ্য বলছে, দেশে নিবন্ধনহীনভাবে প্রায় তিন লাখ রোহিঙ্গা বসবাস করছেন।