Tue. Sep 23rd, 2025
Advertisements

7খোলা বাজার২৪ সোমবার, ২০ জুন ২০১৬: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জোড়া লাগানো অপূর্ণাঙ্গ যমজের অস্ত্রোপচার শুরু হয়েছে। পুরো অস্ত্রোপচারটি হাসপাতালে সরাসরি সম্প্রচার বা লাইভ দেখানো হচ্ছে।
আজ সোমবার সকাল সোয়া নয়টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। ১৮ সদস্যের মেডিকেল টিম এই অস্ত্রোপচার করছেন। এতে নেতৃত্ব দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রুহুল আমিন।
লাইভ অস্ত্রোপচারটি গণমাধ্যমকর্মীদের সামনে দেখানো হচ্ছে। শিশু মোহাম্মদ আলীর মা-বাবা অস্ত্রোপচারকক্ষের বাইরে বসে আছেন। হাসপাতালের রোগীর স্বজন ও দর্শনার্থীরা সরাসরি এই অস্ত্রোপচার দেখার সুযোগ পাচ্ছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাগেরহাটের মো. জাকারিয়ার স্ত্রী হীরামনি গত ৭ মার্চ জোড়া লাগানো যমজ সন্তান প্রসব করেন। এদের একটি পূর্ণাঙ্গ শিশু। তার সঙ্গে জোড়া লাগানো আছে একটি অপূর্ণাঙ্গ শিশু। তার মাথা, বুক ও দুই হাত নেই। অপূর্ণাঙ্গ শিশুটি তার অর্ধেক শরীর নিয়ে পূর্ণাঙ্গ শিশুর সঙ্গে যুক্ত।
অধ্যাপক মো. রুহুল আমিন বলেন, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল প্যারাসাইটিক টুইন’ বা জোড়া অপূর্ণাঙ্গ যমজ বলা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই শিশুর চিকিৎসার সব খরচ বহন করবে বলে জানিয়েছে।