খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের প্রথম অ্যালামনাই সম্মিলন আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার সময় বিভাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সম্মিলন কমিটির আহ্বায়ক অধ্যাপক এফ এম এ এইচ তাকী লিখিত বক্তব্যে জানান, সম্মিলনে অংশ নিতে সাবেক শিক্ষার্থীদের ১৫০০ টাকা, জীবন সদস্য হতে ৬ হাজার টাকা ও বর্তমান শিক্ষার্থীদের ৮০০ টাকা ফি জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। বিভাগের অ্যালামনাই অ্যাসেসিয়েশনের সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৮৬১৭৪১৬-তে ফি জমা দিয়ে নির্ধারিত ফরম পূরণ করতে হবে। সরাসরি বিভাগ থেকে বা বিভাগের নিজস্ব ওয়েবসাইট www.ru.ac.bd/isd থেকে ফরম ডাউনলোড করা যাবে। গত ২৩ মে থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৭ আগস্ট সকাল ৯টায় বিভাগের সামনে সম্মিলনের উদ্বোধন ও শোভাযাত্রা বের করা হবে। ১০টায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মূল উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে দুপুর আড়াইটায় স্মৃতিচারণ, সাড়ে ৪টায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ও কমিটি গঠন এবং সাড়ে ৫টা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ বেলাল হোসেন, শিক্ষক অধ্যাপক আব্দুল লতিফ, অধ্যাপক মুহাম্মদ মাহবুবুর রহমান, অধ্যাপক মোহা. আশরাফ উজ জামান প্রমুখ।