Sun. Sep 21st, 2025
Advertisements

20খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: লতি বছর থেকেই অষ্টম শ্রেণিতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। পঞ্চম শ্রেণির পরীক্ষাটি থাকবে না।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
মন্ত্রী বলেন, এর আগে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণিতে উন্নীত করা হয়েছে। ফলে পঞ্চম শ্রেণির পরীক্ষার আর প্রয়োজন নেই। পঞ্চম শ্রেণির পরীক্ষা উঠিয়ে দেওয়ার ব্যাপারে অভিভাবক ও শিক্ষাবিদদেরও সুপারিশ ছিল।
মোস্তাফিজুর রহমান আরো বলেন, অষ্টম শ্রেণিতেই হবে প্রাথমিক শিক্ষা সমাপনী—এমন একটি প্রস্তাব তৈরি করা হয়েছে। প্রস্তাবটি মন্ত্রিসভায় অনুমোদনের প্রয়োজন রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই এটি মন্ত্রিসভায় উত্থাপন করা হবে। তবে এটা নিশ্চিত যে, সামনের সমাপনী পরীক্ষা অষ্টম শ্রেণিতে হবে।