Sat. Sep 20th, 2025
Advertisements

22খোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: ঐক্য চাইলে একাত্তরের ঘাতক-দালালদের সঙ্গ ত্যাগ করতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউর দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হানিফ এ কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশে হানিফ বলেন, ‘খালেদা জিয়াকে এর আগে আমরা আহ্বান জানিয়েছিলাম, আপনি ঐক্যের কথা বলেন। তাহলে একাত্তরের ঘাতক দালালদের সঙ্গ ত্যাগ করুন। সত্যিকার অর্থে এ দেশের জনগণের প্রতি যদি আপনাদের দায় থাকে, তাহলে একাত্তরে ঘাতকদের সঙ্গ ত্যাগ করুন। তাদের থেকে দূরে সরে আসুন। আপনি গুপ্তহত্যাকারীদের রক্ষা করা বন্ধ করুন। তাদের ধরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করুন। তাহলে জনগণ আপনার সঙ্গে ঐক্য করা যাবে কি না, সেটা চিন্তা করবে।’
সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গুপ্তহত্যা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করতে দলীয় নেতাকর্মীসহ সবার প্রতি আহ্বান জানান।
সভা থেকে আগামী বৃহস্পতিবার আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।