Mon. Sep 22nd, 2025
Advertisements

1kখোলা বাজার২৪, মঙ্গলবার, ২১ জুন ২০১৬: টাঙ্গাইলে মন্দিরের পুরোহিতকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মঙ্গলবার সকালে টাঙ্গাইল মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে পুলিশ এ ব্যাপারে এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
জিডি সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার ছোট বিন্যাফৈর গ্রামের সুশীল চক্রবর্তীর ছেলে সুবোধ চক্রবর্তী (৫৮) শহরের আদালতপাড়া এলাকায় ভাড়াটে বাসায় থেকে আকুরটাকুর এলাকার ছোট কালিবাড়ী মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে অজ্ঞাত ব্যক্তি হুমকি দিয়ে বলে, তোর মাতাকে যেখানে রেখে এসেছিস তোকেও সেখানে পাঠিয়ে দিব। এসময় ওই হুমকিদাতা কৌশলে সুবোধ চক্রবর্তীর বাড়ির ঠিকানা জানতে চায়। হুমকিদাতা যে কোনভাবে ওই পুরোহিত বা তার পরিবারের ক্ষতি করতে পারে এজন্য তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়। এ ঘটনার পর মঙ্গলবার সারাদিন বিভিন্ন মন্দিরের পুরোহিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেশের বিভিন্ন স্থানে পুরোহিত খুন, হামলা, হত্যা চেষ্টার ধারাবাহিক ঘটনার পরিপ্রেক্ষিতে টাঙ্গাইলে সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে মোবাইল ফোনে হুমকির বিষয়টি কেউ কেউ ব্যক্তিগত শত্রুতার কারণে হয়ে থাকতে পারে বলে মনে করছেন।
টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক ভূইঞা বলেন, মোবাইল ফোনের কল লিস্টের সূত্র ধরে হুমকিদাতার খোঁজ করা হচ্ছে। আশা করি শিগগিরই ঘটনার আসল কারণ জানা যাবে।