Tue. Sep 23rd, 2025
Advertisements

natoreখোলা বাজার২৪, বুধবার, ২২ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের বড়াইগ্রাম পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০১৬-১৭ অর্থ বছরের ২৫ কোটি ২৩ লাখ ৬২ হাজার ৩৫৯ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার বিকালে পৌর চত্ত্বরে আয়োজিত উন্মুক্ত অনুষ্ঠানে মেয়র আব্দুল বারেক সরদার উন্মুক্ত বাজেট পেশ করেন। বাজেটে রাজস্ব খাতে গত বছরের উদ্বৃত্তসহ ৪ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ২৫৯ টাকা আয় ও ৪ কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৪৭৬ টাকা ব্যায় ধরা হয়েছে। উন্নয়ন খাতে ২০ কোটি ৬০ লাখ ৫ হাজার টাকা আয় এবং সমপরিমাণ টাকা ব্যায় ধরা হয়েছে। এছাড়া বাজেটে ৩ লাখ ১৭ হাজার ৭৮৩ টাকা উদ্বৃত্ত ধরা হয়েছে। অনুষ্ঠানে প্যানেল মেয়র জালাল উদ্দিন, পৌর সচিব জালাল উদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা কাওসার আলী, সহকারী প্রকৌশলী আকরামুজ্জামান ও হিসাবরক্ষক ফিরোজুল ইসলাম বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। এসময় সকল ওয়ার্ড কাউন্সিলরসহ পৌর এলাকার ব্যবসায়ী নেতা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধীমহল উপস্থিত ছিলেন।