Thu. Sep 18th, 2025
Advertisements

8kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ২৩ জুন ২০১৬: আগামী ২৫ জুন, শনিবার ট্রেনের আগাম টিকেট বিক্রি হচ্ছে না।
আজ বুধবার কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক সীতাংশু চক্রবর্তী এনটিভিকে বিষয়টি জানিয়েছেন।
সীতাংশু জানান, ২৫ জুন কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে ‘সোনার বাংলা’ নামের একটি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে জন্য ওই দিনের আগাম টিকেট বিক্রি বন্ধ করা হয়েছে।
সীতাংশু আরো জানান, ২৫ জুনের পরিবর্তে ২৬ জুন দেওয়া হবে ৪ জুলাইয়ের আগাম টিকেট। আর ২৬ জুনের পরিবর্তে ২৭ জুন দেওয়া হবে ৫ জুলাইয়ের টিকেট।
গতকাল বুধবার সকাল ৮টা থেকে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়। গতকাল দেওয়া হয় ১ জুলাই ও ২৬ জুনের সাধারণ টিকেট।