Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: স্যামসাংয়ের নতুন ফ্ল্যাগশিপ ‘গ্যালাক্সি নোট ৭’ বাজারে আসবে 18আগামী আগস্টে। স্মার্টফোন ও ট্যাবলেটের সমন্বয়ে তৈরি এ ফোনটিকে বলা হচ্ছে ফ্যাবলেট।
এতে রয়েছে ৫ দশমিক ৮ ইঞ্চির বিশালাকৃতির ডিসপ্লে এবং ডুয়েল কার্ভড স্ক্রিন। রয়েছে শক্তিশালী ৪০০০ এমএএইচের ব্যাটারি। এ খবর জানিয়েছে স্মার্টফোনবিষয়ক ওয়েবসাইট ফোন এরিনা।
স্মার্টফোনটিতে রয়েছে টুকে রেজ্যুলেশনের (২৫৬০ ী ১৪৪০ পিক্সেলস) ডিসপ্লে। এটি চলবে এক্সিওনাস প্রসেসরে। থাকবে ৬ জিবি র‍্যাম। রিয়ার ক্যামেরা থাকবে ১২ মেগাপিক্সেলের ডুয়েল পিক্সেল সেন্সর।
প্রথমে নেদার‍ল্যান্ডসের বাজারে ছাড়া হতে পারে ফোনটি। নেদারল্যান্ডসে সেটটির দাম রাখা হতে পারে ৭৯৯ ইউরো। তবে স্যামসাংয়ের পক্ষ থেকে এখনো এসব কিছুই নিশ্চিত করা হয়নি।
কোরিয়ার প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ইটিনিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, গ্যালাক্সি নোট ৭-এর অ্যামোলেড ডিসপ্লে তৈরি করবে তিনটি প্রতিষ্ঠান স্যামসাং এসডিআই, ডো কেমিক্যাল ও ইদেমিতসু কোসান।
গ্যালাক্সি নোট ৭-এ আরো থাকতে পারে আইরিস স্ক্যানার, অর্থাৎ ব্যবহারকারীদের চোখ দেখেই স্মার্টফোনটি আনলক হয়ে যাবে। আরো থাকবে ইউএসবি টাইপ-সি পোর্ট।
জুলাইতে গ্যালাক্সি নোট ৭-এর উৎপাদন শুরু হতে পারে এবং প্রাথমিকভাবে ১০ লাখ হ্যান্ডসেট নির্মাণের লক্ষ্যমাত্রা রয়েছে প্রথম ধাপে।