Fri. Sep 19th, 2025
Advertisements

natoreখোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: তাপস কুমার, নাটোর: নাটোরের লালপুর উপজেলায় কেমিক্যাল দিয়ে ভেজাল গুড় তৈরী ও সংরক্ষনের দায়ে কারখানা মালিককে ১লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। লালপুর থানার ওসি আব্দুল হাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে উপজেলার বালিতিতা ইসলামপুর গ্রামে ভেজাল বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় কারখানা থেকে বিপুল পরিমান চিনি, চিটাগুড়, আটা, রং এবং ক্যামিকেল জব্দ করা হয়। পরে কারখানার মালিক নিজামউদ্দিনকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টেট নজরুল ইসলামের ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক তাকে ১লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে ৩মাসের কারাদন্ডাদেশ প্রদান করেন।