Tue. Sep 23rd, 2025
Advertisements

41খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: দেশটির নারীদের প্রতি মুহূর্ত অতিবাহিত হয় নির্যাতনের আতঙ্কের মধ্যে দিয়ে। কারণ দেশটিতে প্রতি ১১ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হন। দেশটির নাম ব্রাজিল। দি ইনডিপেনডেন্টের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
২০১৩ সালে দেশটির অ্যাপ্লায়েড ইকোনমিক রিসার্চ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়, দেশটিতে প্রতি ১১ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। আর অনেকেই ধর্ষণের শিকার হলেও তা প্রকাশ করেন না।
প্রতিবেদনে বলা হয়, একই ধরনের একটি প্রতিবেদন সম্প্রতি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেশটির প্রতি ২০০ নারীর মধ্যে একজন যৌন নিপীড়নের শিকার হন। তবে বেশির ভাগই নীরবেই সহ্য করেন।
গত মাসে রিও ডি জেনেরিওতে ১৬ বছর বয়সী এক মেয়ে গণধর্ষণের শিকার হয়। এ ঘটনাও হয়তো আড়ালেই থাকত। তবে ওই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশটির নারী নির্যাতনের বিষয়টি আবারও গণমাধ্যমে ও আলোচনায় চলে এসেছে।
গত ২১ মে ওই ঘটনার বর্ণনায় ওই তরুণী পুলিশকে জানান, তাঁকে ৩৩ কিংবা ৩৪ জন মদ্যপ পুরুষ যৌন নির্যাতন চালায়।