Thu. Sep 18th, 2025
Advertisements

45খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: জেসন রয় ও অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারী শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এই দুজনের অবিচ্ছিন্ন ২৫৬ রানের উদ্বোধনী জুটি ভেঙে দিয়েছে টম ল্যাথাম ও মার্টিন গাপটিলের ২৩৬ রানের জুটি। গত বছর জিম্বাবুয়ের দেয়া ২৩৫ রান নিউজিল্যান্ড টপকে যায় ১০ উইকেট হাতে রেখে। প্রায় দেড় যুগ আগে গড়া শচীন টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলী জুটির ২৫২ রানের রেকর্ডও ভেঙে দেয় এই জুটি।
গতকাল শুক্রবার বার্মিংহামে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫৪ করে শ্রীলংকা। তবে হেলস ও রয়ের জুটির কারণে ৯৫ বল হাতে রেখে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। অ্যালেক্স হেলস ১৩৩ ও জেসন রয় ১১২ রান করে অপরাজিত থাকেন। ওয়ানডেতে এটিই দুজনের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। পাশাপাশি একদিনের ক্রিকেটে সবচেয়ে বেশি রান তাড়া করে ১০ উইকেটে জয়ের রেকর্ডও এটি।
ইংল্যান্ডের পক্ষে যেকোনো উইকেট জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ডও এটি। ২০১০ সালে এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ২৫০ রানের জুটি গড়েছিলেন অ্যান্ড্রু স্ট্রাউস ও জোনাথন ট্রট।
৯৫ বলে ১১২ রানের পথে ৭ চার ও ৪ ছক্কা হাঁকান রয়। অপরদিকে ১০টি চার ও ৬টি ছয় হাঁকান হ্যালেস। প্রথম ম্যাচ লিয়াম প্লঙ্কেট শেষ বলে ছক্কা মারায় ম্যাচটি ড্র হয়েছিল।
কাল অবশ্য দিনেশ চান্দিমাল আর উপুল থারাঙ্গার ব্যাটে ৭ উইকেট ২৫৪ রান দাঁড় করায় সফরকারীরা। ৮৬ বল ৫২ রান করেন চান্ডিমাল। থারাঙ্গা ৪৯ বলে ৫৩ রানে অপরাজিত ছিলেন। ম্যাথুস করেন করেন ৫৪ বলে ৪৪ রান।
আগামীকাল ব্রিস্টলে সিরিজের তৃতীয় অনুষ্ঠিত হবে।