Tue. Sep 23rd, 2025
Advertisements

50খোলা বাজার২৪,শনিবার, ২৫ জুন ২০১৬: ‘বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনেক পরেই বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) প্রতিষ্ঠিত হয়েছে সেইদিক বিবেচনা করলে ইউজিসি যদি ছেলে হয় তাহলে বিশ্ববিদ্যালয় তার বাবা। আর ছেলে হয়ে বাবার উপর মাতবরি চলতে পারে না। চাকুরীর বয়সসীমায় ইউজিসির হস্তক্ষেপের প্রতিবাদে শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের পশ্চিম চত্বরে আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতি কর্তৃক আয়োজিত মহাসমাবেশে বক্তারা এসব কথা বলেন।
এসময় বক্তারা আরও বলেন, বিশ^বিদ্যালয় স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার নিজস্ব আইন দ্বারা পরিচালিত হয়ে থাকে। ’৭৩ এর অ্যাক্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের অফিসারদের চাকুরীর বয়সসীমা হলো ৬২ বছর। এটা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের মাধ্যমে এই আইন পাশ করা। এখানে ইউজিসির হস্তক্ষেপ সম্পূর্ণরুপে অবৈধ। কারণ বাংলাদেশে একসাথে দ্বৈতনীতি চলতে পারে না। এসময় বক্তারা ইউজিসির এই হস্তক্ষেপের প্রতিবাদ জানিয়ে তাদের চাকুরীর বয়সসীমা ৬২ বহাল রেখে ৬৫ করার দাবি জানান।
রাবি অফিসার্স সমিতির সভাপতি ডা. মাসিহুল আলম হোসেন বাবুর সভাপতিত্বে মহাসমাবেশে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির প্রধান উপদেষ্টা এটিএম আব্দুল হান্নান, জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় সাধারণ সম্পাদক আহসানুল হক, রুয়েটের চীফ মেডিকেল অফিসার ডা. মো. মোকসেদ আলী, রাবি কেন্দ্রীয় গ্রন্থাগারের উপ-গ্রন্থাগারিক ড. মো. গোলাম মোস্তফা, সামাজিক বিজ্ঞান অনুষদের উপ-রেজিষ্ট্রার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ।
রাবি অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক একেএম নজরুল ইসলাম শেলী ও রুয়েট অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক আহসান হাবিব অনুষ্ঠানটি সঞ্চালণা করেন।