Sat. Sep 20th, 2025
Advertisements

jhenaidahখোলা বাজার২৪, রবিবার, ২৬ জুন ২০১৬: ঝিনাইদহ: ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যার ঘটনায় পুলিশ কলেজছাত্র এনামূল হককে নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করেছে বলে অভিযোগ করেছে এনামুলের পরিবারের সদস্যরা। শনিবার ঝিনাইদহে এক সংবাদ সম্মেলনে এনামুলের বোন শাহনাজ আক্তার এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে এনামুলের বোন অভিযোগ করে বলেন, আমার ভাইকে পরিকল্পিতভাবে এই মামলায় জড়ানো হয়েছে। যা পুলিশের মিথ্যা বক্তব্য ও কার্যক্রমের মাধ্যমেই প্রমাণ হয়েছে। তাকে হাজির করে ঝিনাইদহের পুলিশ সুপার গণমাধ্যমকে বলেছেন, এনামুলকে গত ২০ জুন সোমবার দিবাগত রাত দুইটার দিকে গাবতলী থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে ঝিনাইদহে পুরোহিত হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। যা পুরোটাই পরিকল্পিত মিথ্যাচার।

মূলত এনামুল হকসহ আরো দুই ছাত্রকে গত ১৬ জুন দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরে মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির ৯ নাম্বার রোডের ১১ নাম্বার বাসার ৬ তলা থেকে সাদা পোশাকদারী পুলিশ গ্রেপ্তার করে। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। অথচ পুলিশ তাকে বেআইনি ভাবে আটক রেখে পরে হাজির করে স্বীকারোক্তির নাটক সাজিয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা ও এলাকাবাসী সাক্ষী, এনামুল কখনোই এমন ঘৃণ্য কাজের সাথে জড়িত নয়। তাছাড়া এমন জলজ্যান্ত মিথ্যাচার কেউ বিশ্বাস করেনি।