Tue. Sep 16th, 2025
Advertisements

40খোলা বাজার২৪, সোমবার, ২৭ জুন ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ রংপুর জেলা শাখার আয়োজনে কৃষিবিদের কৃতি সন্তান সংবর্ধনা অনুষ্ঠান, ইফতার ও দোয়া মাহাফিল অনুষ্ঠিত হয়েছে । গতকাল সোমবার বিকালে আহার হোটেল সম্মেলন কক্ষে কৃষিবিদের কৃতি সন্তান সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক । উক্ত অনুষ্ঠানে কার্য নির্বাহী সদস্য,কেআইবি রংপুর শাখা ও যুগ্ন পরিচালক বিএডিসি আসাদুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ডিএই অতিরিক্ত পরিচালক রংপুর অঞ্চল শাহ্ আলম, সভাপতি বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদ জেলা শাখা আলী আজম, কেআইবি জেলা শাখা সাধারন সম্পাদক আবু সায়েম । উপস্থাপনায় কৃষিবিদ আহসান হাবিব প্রমুখ । অনুষ্ঠানে প্রধান অতিথি খন্দকার গোলাম ফারুক বক্তব্য বলেন কৃষিবিদের কৃতি সন্তান এস. এস. সি/ এইচ. এস. সি. শিক্ষার্থীদের জিপিএ ৫ পাওয়ায় আমরা আনন্দদিত । আমি দোয়া করি আগামী দিনে এর চেয়ে ভাল রেজাল্ট করতে পারে । অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাত দিয়ে পুরস্কার গ্রহন করেন কৃষিবিদ আফতাব হোসেন এর মেয়ে এস. এস. সি./এইচ এস.সি. জিপিএ ৫ শিক্ষার্থী এম. জেড.আশরাফি, কৃষিবিদ আহসান হাবিব এর মেয়ে তাসনিম ইবনাত হাবিব । এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর জেলা শাখার সকল কর্মর্কতা ও কর্মচারী বৃন্দ ।