Wed. Sep 17th, 2025
Advertisements

42খোলা বাজার২৪, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬: অভিজিত রাহুল বেপারী :পিরোজপুর পৌরসভার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত এ ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর মেয়র আলহাজ্ব মো: হাবিবুর রহমান মালেক ,পিরোজপুরের জেলা প্রশাসক মো: খায়রুল আলম সেখ, পিরোজপুর পুলিশ সুপার মো: ওয়ালিদ হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: কামরুল হাসান, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল জলিল আকন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ঈদতাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, জেলা উদীচীর সভাপতি এ্যাডভোকেট এম এ মান্নান, প্রেসক্লাব সভাপতি মাহমুদ হোসেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম সিকদার মন্টু, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব সহ পৌরসভার কাউন্সিলরগণ, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। ইফতার পূর্ব দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার বর্গ এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহ্র শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন পিরোজপুর ইমাম সমিতির সভাপতি মাওলানা আলহাজ্ব মীর মো: ফারুক আব্দুল্লাহ।