Sat. Sep 20th, 2025
Advertisements

8খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: সবুজবাগ থানা এলাকায় অবস্থিত বৌদ্ধমন্দিরের ধর্মগুরুজি মহাবিহারের প্রধান শুদ্ধানন্দ মহাথেরকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
মঙ্গলবার ডাকযোগে পাঠানো চিঠিতে এ হুমকি দেওয়া হয়। তবে চিঠিতে কী লেখা আছে, বিস্তারিত জানা যায়নি।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কুদ্দুস ফকির।
তিনি বলেন, ঘটনার পর শুদ্ধানন্দ নিজেই থানায় জিডি করেছেন। কে বা কারা এ চিঠি পাঠিয়েছে তদন্ত করে দেখা হচ্ছে।
থানা সূত্রে জানা যায়, ডাকযোগে হত্যার হুমকি দিয়ে যে চিঠিটি পাঠানো হয়েছে, তাতে প্রেরকের নামের জায়গায় ‘এ বি সিদ্দিক, গাজীপুর’ লেখা আছে। তবে বিস্তারিত জানা যায়নি।
গত ১৫ জুন রামকৃষ্ণ মিশনের ধর্মগুরুকে কুপিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় পুলিশ একজনকে সন্দেহভাজন হিসেবে আটকের পর জিজ্ঞাসাবাদ করে। ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে। তবে এগুলো আতঙ্ক ছড়ানো ছাড়া কিছু নয় বলে পুলিশ মনে করে।