Mon. Sep 22nd, 2025
Advertisements

16খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: প্রথমবারের মতো মালয়েশিয়ার ইসলামিক শরিয়াহ উচ্চ আদালতে দুজন নারী বিচারক নিয়োগ দেওয়া হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এবং রক্ষণশীল হিসেবে পরিচিত দেশটির বিচার বিভাগের ইতিহাসে নারী বিচারক নিয়োগের ঘটনা এটাই প্রথম।
মালয়েশিয়ার সংবাদমাধ্যমের বরাত দিয়ে ওয়ানটিভি অনলাইন জানায়, দেশটির পার্লামেন্টের সিদ্ধান্তের পর দুই নারী বিচারকের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। ইস্তানা বুকিত কায়াগনানে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের হাতে নিয়োগপত্র দেওয়া হয়।
দুই নারী বিচারক হলেন নূর হুদা রোসলান (৪০) ও নেনি শুহাইদাহ শামসুদ্দিন (৪১)। শুহাইদাহ এর আগে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের চেম্বারে জ্যেষ্ঠ শরিয়াহ কর্মকর্তা আর হুদা সেলানগরের শরিয়াহ বিচার বিভাগের প্রধান রেজিস্ট্রার হিসেবে কর্মরত ছিলেন।
নিয়োগপ্রাপ্তির পর নূর হুদা রোসলান ও নেনি শুহাইদাহ সংবাদমাধ্যমকে বলেন, বিচার বিভাগের জন্য এটি একটি ইতিবাচক উন্নয়ন।