Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

19খোলা বাজার২৪, বুধবার, ২৯ জুন ২০১৬: শ্রেণিকক্ষ বা অফিসের সেমিনার কক্ষে এখন লেগেছে আধুনিক প্রযুক্তির ছোঁয়া। ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমেই এখন বেশির ভাগ কাজ করা হয়। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে তৈরি করা হয় প্রেজেন্টেশন।
এই প্রযুক্তিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে বিশালাকৃতির টাচস্ক্রিন। এর ফলে আরো বড় পরিসরে এই স্ক্রিনটিকে কাজে লাগানো যাবে।
শ্রেণিকক্ষের উপযোগী ৭০ ইঞ্চির বিশাল টাচস্ক্রিনটি তৈরি করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ডেল। এর ফলে শ্রেণিকক্ষে বা অফিসের প্রেজেন্টেশনে প্রজেক্টরের আর দরকার পড়বে না।
মূলত শ্রেণিকক্ষে পাঠদানের জন্যই এই বিশালাকৃতির টাচস্ক্রিন তৈরি করেছে ডেল। সি ৭০১৭টি মডেলের এই স্ক্রিনের রেজ্যুলেশন ১৯২০ঢ১০৮০ পিক্সেলস। এর স্পেশাল কোটিং এলসিডি প্যানেলে আলোর প্রতিবিম্বতা হ্রাস করে, ফলে চোখের জন্য ক্ষতিকর নয় স্ক্রিনটি। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট এনগেজেট ও দ্য ভার্জ।
টাচস্ক্রিনটিতে রয়েছে ওয়াইড ভিউয়িং অ্যাঙ্গেল। এর ফলে কক্ষের যে কোনো প্রান্ত থেকেই স্ক্রিনের রং ও লেখাগুলো স্পষ্ট বোঝা যাবে। স্ক্রিনটির সঙ্গে রয়েছে ওয়্যারলেস কানেক্টিভিটি, এইচিডিএমআই ও ভিজিএ পোর্টস।
এই স্ক্রিনটি একসঙ্গে একাধিক ব্যবহারকারী ব্যবহার করতে পারবেন। রাখা হয়েছে একসঙ্গে ১০টি আঙুল ও দুটি স্টাইলাস পেন ব্যবহারের সুযোগ। বিশালাকৃতির এই টাচস্ক্রিনের দাম রাখা হয়েছে পাঁচ হাজার মার্কিন ডলার। এর আগে মাইক্রোসফট ৮৪ ইঞ্চির সারফেস হাব বাজারে নিয়ে এসেছিল।