Thu. Sep 18th, 2025
Advertisements

5খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আগামীকাল শুরু হচ্ছে ৩৬তম বঙ্গ সম্মেলন। এতে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। বাংলার শিল্প সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন।
জয়া আহসান বলেন, নিউ ইয়র্ক সিটির ম্যাডিসন স্কয়ারে ৩৬তম বঙ্গ সম্মেলনে অংশ নিচ্ছি এবার। ভারত থেকে শ্রাবন্তী, আবির, মিমিসহ অনেক অভিনেতা-অভিনেত্রী যাচ্ছেন।
বাংলাদেশ থেকে আরও অংশ নেবেন বিশিষ্ট নজরুল সংগীতশিল্পী ফেরদৌস আরা ও রবীন্দ্রসংগীত শিল্পী লাইসা আহমদ লিসা। বঙ্গ সম্মেলনে যোগ দিতে গতকাল সকালে নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জয়া। সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন দেশের বিশিষ্ট বাঙালি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মীদের মিলনমেলায় পরিণত হবে এবারের এই বঙ্গ সম্মেলন। এবারের সম্মেলনের মূল লক্ষ্য সব ভেদাভেদ ভুলে বাঙালির ঐক্যবদ্ধতা, বাঙালি সাহিত্য সংস্কৃতিকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়া।
সম্মেলনটির আয়োজকদের নিজস্ব ওয়েবসাইট সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনটি শুরু হবে কিংবদন্তি নৃত্যগুরু বিরজু মহারাজের নৃত্য পরিবেশনা দিয়ে। তিন দিনের সম্মেলনে ভারত থেকে পণ্ডিত উলহাস কশলকর, কার্তিক দাশ বাউল, কবিতা কৃষ্ণমূর্তি, সুনিধি চৌহান, কৌশিকী চক্রবর্তী, অভিনেত্রী ইন্দ্রানী হালদার প্রমুখ ছাড়াও গানের দল ‘দোহার’ অংশ নেবে।