Sat. Sep 20th, 2025
Advertisements

30খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ৩০ জুন ২০১৬: দায়িত্ব নেয়ার কয়েক ঘণ্টার মাথায় গ্রেফতার হলেন রাষ্ট্রীয় মালিকানাধীন অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান খান।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দিলকুশা এলাকা থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাকে গ্রেফতার করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
এর আগে সকালে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করা হয়। ক্ষমতার অপব্যবহার করে ৭৯২ কোটি টাকা ঋণ বিতরণে অনিয়মের কারণে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত এক চিঠিতে আবদুল হামিদকে অপসারণের নির্দেশ দেওয়া হয়।
এরপর দুপুরে ব্যাংকের ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয় মিজানুর রহমান খানকে। তিনি ব্যাংকটির উপব্যবস্থাপনা পরিচালকের (ডিএমডি) দায়িত্ব পালন করছিলেন।