Wed. Sep 24th, 2025
Advertisements

29খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ডাকাতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে সদর জেলা পুলিশ। সদর উপজেলা কাজিপাড়া গ্রামে মুসলিম উদ্দিনের বাসায় বৃহস্পতিবার মধ্যরাতে ডাকাতি করে পালানোর সময় তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, খুলনার তের খাতা উপজেলার বায়োসাত গ্রামের ইসরাইল মোল্লার ছেলে মিন্টু মোল্লা (২৫), খুলনার নারাগাথি উপজেলার মোল্লা শেখ ডাঙ্গা গ্রামের মৃত শেখ আব্দুর রাজ্জাকের ছেলে তরিকুল ইসলাম টুলু (৩০), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর গ্রামের আনোয়ার পাশার ছেলে মামুন মাসুদ (২৮)। সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমজাদ মুঠো ফোনে আমাদের প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ১৫/২০ জনের একটি ডাকাত দল সদরের কাজিপাড়া গ্রামের মুসলিম উদ্দিনের বাসায় হামলা করে ১৩ ভরি সোনা ও দুই লাখ ৫০ হাজার টাকা এবং কয়েকটি মোবাইল সেট ডাকাতি করে পালিয়ে যায়। এরপর ডাকাতরা মাস্টার পাড়া রেলক্রসিং এলাকায় পথচারীদের আটকে নগদ টাকা লুট শুরু করে। এসময় ওই এলাকার লোকজন টের পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে সদর থানার এসআই আমজাদের নেতৃত্বে এলাকাবাসী ঘেরাও করে বিভিন্ন এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেফতার করে। এসময় ডাকাতদের কাছ থেকে বেশ কিছু মালামাল জব্দ করা হয়। এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান জানান, গ্রেফতারের পর মোবাইলসহ কিছু মালামাল তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।