Sun. Sep 21st, 2025
Advertisements

খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: টাঙ্গাইল : টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের বাঘিল 41গ্রামে বৃহস্পতিবার (৩০ জুন) রাত সাড়ে দশটার দিকে সবুর (৩০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সবুর বাঘিল গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।
নিহতের পরিবারের লোকজন জানান, রাতে সবুর তার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার সময় বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সবুরকে হত্যা করে পালিয়ে যায় তারা। কয়েক দিন আগে ঈদবোনাসের নামে চরমপন্থী দলের(এমএলএ লাল পতাকা) মোবাইল ফোনে চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় সবুরকে হত্যা করা হয়েছে বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।