Wed. Sep 24th, 2025
Advertisements

46খোলা বাজার২৪ শুক্রবার, ১ জুলাই ২০১৬: মো. আব্দুল বাতেন, শেরপুর: শ্রীবরদীতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাষক-অধ্যাপকদের সংগঠন “শিক্ষক সুহৃদ সংঘ” এর ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১ জুলাই শুক্রবার শ্রীবরদী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ওই ইফতার মাহফিল ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভটপুর আলিম মাদরাসার ইসলামের ইতিহাস প্রভাষক কে.এম. ফারুকের সভাপতিত্বে উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কাকিলাকুড়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক (বাংলা) মো. হাদিউল ইসলাম, ফতেহপুর ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক মো. তাজুল ইসলাম, ভায়াডাঙ্গা এ.এম আলিম মাদরাসার আরবী প্রভাষক মো. আশরাফুজ্জামান। উক্ত ইফতার মাহফিল পরিচালনা করেন ফতেহপুর ফাযিল মাদরাসার উপাধ্যক্ষ মো. আকবর আলী। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, শ্রীবরদী কামিল মাদরাসার মোহাদ্দেস মো. রফিকুল ইসলাম, আরবী প্রভাষক মো. খাদেমুল ইসলাম, ভেলুয়া এম.কে আলিম মাদরাসার ইংরেজী প্রভাষক মো. মনিরুজ্জামান, কুরুয়া আলিম মাদরাসার বাংলা প্রভাষক খ.ম সাইফুল্লাহ, পৌরনীতি প্রভাষক নূর-এ আলম সিদ্দিকি, ফতেহপুর ফাযিল মাদরাসার পৌরনীতি প্রভাষক মো. মিজানুর রহমান, সাংবাদিক মো. আব্দুল বাতেন, এনামুল কবির প্রমূখ।