Wed. Sep 24th, 2025
Advertisements

23খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম হেলাল বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কখন তিনি জাতির উদ্দেশ্যে এই ভাষণ দেবেন তা জানা যায়নি।
উল্লেখ্য, শুক্রবার রাতে একদল দুর্বৃত্ত অস্ত্র ও বিস্ফোরক নিয়ে গুলশানের হলি আর্টিজেন বেকারিতে ঢুকে বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করে। এ ঘটনায় শনিবার সকালে কমান্ডো অভিযান চালায় নিরাপত্তা বাহিনী।
নিরাপত্তা বাহিনীর দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের দুই কর্মকর্তা, ছয় সন্ত্রাসী এবং তাদের হাতে জিম্মি হওয়া ২০ জন নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে কথা বলবেন বলে ধারণা করা হচ্ছে।