Wed. Sep 17th, 2025
Advertisements

35খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: মাস খানেক আগেই সর্বত্র খবর ছড়িয়ে গিয়েছিল তিন মাসের অন্তঃসত্ত্বা কারিনা কাপুর খান। কিন্তু তখন সেই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন নবাব ও তার গিন্নি।
মাস গড়াতে না গড়াতেই অবশ্য উল্টো কথা তাদেরই মুখে। একটি সংবাদ সম্মেলনে স্বয়ং সাইফ আলি খান স্বীকার করে নিলেন মা হতে চলেছেন কারিনা কাপুর খান। তিনি বলেছেন, ‘আপনাদের সঙ্গে একটি খুশির খবর ভাগ করে নিতে চাই। আমার স্ত্রী এবং আমি ডিসেম্বর মাসেই মা-বাবা হতে চলেছি। আমি আমাদের শুভাকাক্সক্ষীদের ধন্যবাদ জানাব তাদের আশীর্বাদ এবং সাপোর্টের জন্যে। সংবাদমাধ্যমকেও ধন্যবাদ জানাই আমাদের ব্যক্তিগত জীবনকে সম্মান করার জন্যে।’
অতএব এখন হিসাব মতো তিন মাসেরই অন্তঃসত্ত্বা কারিনা কাপুর খান।