Sat. Sep 20th, 2025
Advertisements

44খোলা বাজার২৪, শনিবার, ০২ জুলাই ২০১৬: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সন্ত্রাসবাদ মোকাবেলায় একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করার আহবান জানিয়েছেন।
আজ শনিবার গুলশান এলাকার ‘হলি আর্টিজান বেকারী’ রেষ্টুরেন্টে সন্ত্রাসী হামলা এবং দেশী/বিদেশী নাগরিকদের জিম্মি করা ও হতাহতের ঘটনায় এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।
হুসেইন মুহম্মদ এরশাদ সন্ত্রাসী হামলা ও হতাহতের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আরো বলেন, উগ্র সন্ত্রাসবাদ বিস্তারের বিষয়টিকে আর ছোট করে দেখার অবকাশ নেই। সন্ত্রাসবাদমুক্ত নিরাপদ দেশ হিসেবে আমাদের পরিচয় আজ আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে।
তিনি যারা সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত ও যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন তাদের আশু সুস্থতা কামনা করেন ও শোকসন্তন্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
তিনি ক্রমাগতভাবে দেশের সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে পুরোহিত- পাদ্রি- সেবায়িত হত্যাকান্ডের ঘটনার নিন্দা জানান।