Tue. Sep 16th, 2025
Advertisements

19খোলা বাজার২৪, সোমবার, ৪ জুলাই ২০১৬: বরিশালের কীর্তনখোলা নদীর মধ্য চরবাড়িয়ায় যাত্রীবাহী লঞ্চ এমভি সুরভী ও স্টিমার পিএস মাহসুদের সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।
আজ সোমবার ভোররাত ৪টা নাগাদ এ ঘটনা ঘটে।
বরিশালের জেলা প্রশাসক (ডিসি) ড. গাজী মো. সাইফুজ্জামান জানান, ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের চারটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে।
স্টিমারের সারেং জয়নাল আবেদিন বলেন, চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া বরিশালগামী স্টিমারটি মধ্য চরবাড়িয়ায় গেলে বরিশাল থেকে ঢাকাগামী সুরভী-৭-এর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে স্টিমারটির চারটি কেবিন ও প্যাডেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।