Tue. Sep 23rd, 2025
Advertisements

বাংলাদেশ-ইতালি সম্পর্কে প্রভাব পড়বে নাখোলা বাজার২৪, মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬: জঙ্গি হামলায় নিহত ৯ ইতালিয়ানের লাশ নিতে এসে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্ট পরিদর্শন করেছেন ইতালির উপ-পররাষ্ট্রমন্ত্রী ল্যাপো পিস্তেলি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, এ সন্ত্রাসী হামলায় বাংলাদেশ-ইতালির সম্পর্কে প্রভাব পড়বে না। বরং সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে উত্তরণের জন্য বাংলাদেশ-ইতালির সম্পর্ক আরও দৃঢ় হবে।

সন্ত্রাসবাদের বিশ্বায়নের কারণেই এ হামলা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এর আগে, সোমবার নিহতদের মরদেহ সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে বুঝে নিয়েছিলেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। মরদেহগুলো নিয়ে যেতে মঙ্গলবার ভোরে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় আসেন পিস্তেলি।

পরে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ইতালির রাষ্ট্রদূত মারিও পালমাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে আসেন তিনি। আজই তার রোমে ফিরে যাওয়ার কথা।

গত শুক্রবার রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিসান রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হন। নিহতদের মধ্যে ৯ জন ইতালির নাগরিক।