খোলা বাজার২৪, বুধবার, ৬ জুলাই ২০১৬: জেলায় গত কয়েক দিনের টানা বৃষ্টি ও পাহাড়ী ঢলে জেলার সাংগু নদীতে পানি বেড়ে নিম্মাঞ্চলের কয়েক শত ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। অবিরাম বৃষ্টি আর ঘরবাড়িতে পানি ঢুকে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তিতে পোহাতে হচ্ছে।
সাংগু নদীর পানির বৃদ্বি পেয়ে বান্দরবান পৌর এলাকার আর্মী পাড়া, শেরে বাংলা নগর, ইসলামপুর, মেম্বারপাড়া, বালাঘাটা ,কালাঘাটাসহ আশপাশের এলাকাগুলোতে নিম্নাঞ্চল পাøবিত হয়ে মানুষ পানি বন্দি হয়ে পড়ছে। বন্যাদুর্গত কয়েক শতাধিক মানুষ জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছে। এদিকে ঈদের আগে বন্যার কারণে তাদের ঈদ আনন্দ অনেকটাই যেন বিশাদগারে পরিণত হয়ে পড়েছে।
গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাত আর বর্ষণের কারণে পাহাড় ধসের আশঙ্কা দেখা দিয়েছে। শহরের ইসলামপুর, লাঙ্গিপাড়া, হাফেজ ঘোনা, কালাঘাটা, বনরুপা পাড়া, ক্যাচিংঘাটাসহ বিভিন্ন এলাকায় কয়েক শতাধিক পরিবার পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। পাহাড় কেটে ঘরবাড়ি নির্মাণ করায় বর্ষা মৌসুমে এসব এলাকায় পাহাড় ধ্বস ও প্রাণহানির ঘটনা ঘটে থাকে।
টানা বর্ষণে নিম্মাঞ্চল প্লাবিত হয়ে বান্দরবান- চট্রগ্রাম সড়কের বাজালিয়া ও বান্দরবান-রাঙামাটি সড়কের পুলপাড়া পানিতে তলিয়ে যাওয়ায় সারাদেশের সাথে বান্দরবানের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । এদিকে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে । টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে ।