Thu. Sep 25th, 2025
Advertisements

6kখোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় পুলিশের গুলিতে নিহত তরুণের পরিচয় পাওয়া গেছে। তার নাম আবির রহমান (২৩)। পিতা সিরাজুল ইসলাম সরকার। রাজধানীর বসুন্ধরা এলাকার বাসা থেকে গত ১ মার্চ আবির নিখোঁজ হন। এর পর থেকে পরিবারের লোকজন তার খোঁজ পাচ্ছিল না। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার ত্রিবিদ্যা গ্রামে। আবির রহমান নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র বলে জানা গেছে।
গুলশান হামলার পর নিখোঁজ ছেলে আবিরের খোঁজ চেয়ে ৬ জুলাই (শোলাকিয়া হামলার আগের দিন) রাজধানীর ভাটারা থানায় তার বাবা সিরাজুল ইসলাম সরকার জিডি (নং-২৯৪) করেছিলেন।
১ মার্চ আনুমানিক বেলা ৩টার দিকে রাজধানীর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর আবির নিখোঁজ হয় বলে জিডিতে উল্লেখ করা হয়। কিশোরগঞ্জের পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন খান নিহত তরুণের পরিচয় পাওয়ার খবরটি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার শোলাকিয়ায় রক্তাক্ত সন্ত্রাসী হামলায় পুলিশসহ চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হন অন্তত ১০ জন। আহতদের বেশিরভাগই পুলিশ সদস্য।