Wed. Sep 24th, 2025
Advertisements

chittagangখোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: চট্টগ্রামের ফটিকছড়ির হালদা নদীতে নৌকাডুবির ঘটনায় চারজনের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ শনিবার সকালে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লাশগুলো উদ্ধার করে।
গতকাল শুক্রবার খেয়া নৌকা দিয়ে হালদা নদী পারাপারের সময় উপজেলার সুয়াবিল ও সুন্দরপুর এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক কামাল উদ্দিন ভূইয়া জানান, নৌকাডুবিতে নিখোঁজ চারজনের লাশ আজ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে রিমন (১২) নামের একজনের লাশ ঘটনাস্থল থেকে ২০ কিলোমিটার দূরে পেশকারহাট ও বাকিদের লাশ কয়েক কিলোমিটার দূরে পাওয়া যায়। অন্য যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে তারা হলো নুরুল ইসলাম (৬৫), রেজভী (১২) ও আজমান(৭)।
গতকাল ফটিকছড়ির সুয়াবিল ঘাট থেকে হালদা নদী পার হওয়ার সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকা মাঝ নদীতে উল্টে গেলে এর চার যাত্রী নিখোঁজ হয়।