Tue. Sep 23rd, 2025
Advertisements

15kখোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: এপার, ওপার- দুই বাংলার সিনেমাশিল্পেই বেশ ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী জয়া আহসান। তাই জয়ার পুরো মনোযোগ এখন সিনেমাকে ঘিরেই। এবারের ঈদে তার ছোটপর্দা বা বড়পর্দা- কোথাও তার উপস্থিতি না থাকলেও, অনলাইনে মুক্তি পাচ্ছে তার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘ভালোবাসার শহর’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটিকেই জয়া অভিহিত করেছেন ভক্তদের জন্য তার ঈদ উপহার হিসেবে।
এ ব্যাপারে জয়া আহসান বলেন, “ এবারের ঈদে আমার অভিনীত ‘ভালোবাসার শহর’-দ্য সিটি অব লাভ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি মুক্তি পাবে। তবে এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি অনলাইনে মুক্তি দেয়া হবে। এছাড়াও এই স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি মালয়শিয়া, সিঙ্গাপুর, গালফ অঞ্চলের দেশগুলোতে প্রদর্শিত হবে। এই বারের ঈদে আমার ভক্তদের জন্য এটাই আমার উপহার।”
‘ভালোবাসার শহর- দ্য সিটি অব লাভ’ র্নিমান করেছেন ইন্দ্রনীল রায় চৌধুরী। সিনেমার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান ও কলকাতার ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সোহিনী সরকার ও অরুণ মুখপাধ্যায়।
‘ভালোবাসার শহর-দ্য সিটি অব লাভ’ সিনেমাটি জয়া আহসান অভিনীত তার প্রথম কোন স্বল্পদৈর্ঘ্য সিনেমা। তবে এই সিনেমাতে নাকি জয়ার চরিত্রটির কোন নাম নেই!
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার অভিনীত চরিত্রটির কোনো নাম নেই। আপনি যদি আমাকে প্রশ্ন করেন আমার চরিত্র প্রসঙ্গে, তাহলে বলবো আমি নামহীন একটি চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি দেখার পরেই আপনারা বুঝতে পারবেন, কেনো মেয়েটির নাম দেয়া হয়নি।”
ইউটিউবে ১১ জুন প্রকাশিত হয়েছে ‘ভালোবাসার শহর-দ্য সিটি অব লাভ’ স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির মোশন পোস্টার। এরপরে ২০ জুন প্রকাশিত হয় স্বল্পদৈর্ঘ্য সিনেমাটির একটি ট্রেইলার।
ঢাকা আর কলকাতা- দুই শহেই কাজের খাতিরে এখন জয়ার কাছে ভালবাসার শহর। তাহলে, ‘দ্য সিটি অফ লাভ’-এ কোন শহরের গল্প বলা হয়েছে?
জয়া বলেন, “এই গল্পটি হতে পারে পৃথিবীর যে কোনো শহরের গল্প। এই গল্পটা হতে পারে ঢাকার গল্প, গল্পটা হতে পারে কলকাতার, আবার ইস্তাম্বুলেরও। এই গল্পটা হতে পারে তৃতীয় বিশ্বের যে কোনো শহরের, যে কোনো জায়গার। যে কোনো ভালোবাসার শহরের গল্পই হতে পারে এটি।”
বৃহস্পতিবার একটি বেসরকারী চ্যানেলে নির্মাতা ইন্দ্রনীল রায়চৌধুরীকে সিনেমাটি নিয়ে কথা বলতে হাজির হয়েছিলেন জয়া।