Tue. Oct 14th, 2025
Advertisements

32খোলা বাজার২৪, শনিবার, ৯ জুলাই ২০১৬: নওগাঁ : নওগাঁর মান্দায় সেচ্ছাসেবি প্রতিষ্ঠান ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের উদ্দ্যোগে উপজেলার গনেশপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যবৃন্দদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৫টায় সতীহাট শহীদ মিনার মার্কেট প্রাঙ্গনে নবনির্বাচিত চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডলসহ সকল ইউপি সদস্যদের ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।
ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মান্দা উপজেলা যুবলীগের সভাপতি এ্যাড. নাহিদ মোর্শেদ বাবু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গনেশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সাত্তার সরদার, গনেশপুর ইউনিয়ন আ’লীগের উপদেষ্টা লয়েজ উদ্দিন মাস্টার, সহ-সভাপতি নূর হোসেন মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সোহেল, কাঞ্চন উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন মলি¬ক, যুবলীগের সভাপতি আব্দুল গফুর মন্ডল, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ফারুক, সেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী কামরুজ্জামান, মান্দা উপজেলা রিপোটার্স ইউনিটির দপ্তর সম্পাদক মাহবুবুজ্জামান সেতু।
অন্যান্যের মধ্যে ফ্রেন্ডস এ্যাসোসিয়েশনের, সদস্য মিজানুজ্জামান সরদার, জিয়াউল হক, তৌহিদ, আলম, আরজু, আব্দুল মতিন, শাহজামাল, আতিকুর, আব্দুল মান্নান, নয়ন প্রমূখ উপস্থিত ছিলেন।