Thu. Sep 18th, 2025
Advertisements

7kখোলা বাজার২৪, রোববার, ১০ জুলাই ২০১৬: হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য যাদের আটক করা হয়েছিল, হাসনাত ও তাহমিদসহ তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বলে দাবি করছে পুলিশ।
রোববার সকালে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ওই ঘটনায় যাদের ধরা হয়েছিল, তাদের প্রত্যেককে ছেড়ে দেওয়া হয়েছে। আমাদের কাছে আর কেউ নেই। যাদের ছেড়ে দেওয়া হয়েছে, তদন্তের প্রয়োজনে তাদের আবার ডাকা হতে পারে।
এদিকে, হাসনাত করিমের বাবা এম রেজাউল করিম একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘ডিবি ওকে নিয়ে যাবার সময় বলেছিল, বাসায় পৌঁছে দেবে। কিন্তু এখন তো ওর সঙ্গে দেখাও করতে পারছি না।’
অন্যদিকে, তাহমিদ হাসিব খানের বাবা শাহরিয়ার খান গণমাধ্যমকে বলেছেন, ‘তাহমিদ ডিবির কাছে আছে বলে আমার বিশ্বাস। দেশের প্রয়োজনে তাকে আরো রাখার প্রয়োজন থাকলে রাখুক, কোনো আপত্তি নেই। তবে তাকে মানসিক চিকিৎসক দেখানো খুবই জরুরি।’
গত ১ জুলাই রাতে গুলশানের আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালায় জঙ্গিরা। তারা সেখানে দেশি-বিদেশি ২০ জিম্মিকে হত্যা করে। পরের দিন অভিযান চালিয়ে জঙ্গিদের হত্যা করে ১৩ জিম্মিকে উদ্ধার করে যৌথ বাহিনী।
এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আরো কয়েকজনের সঙ্গে হাসনাত করিম ও তাহমিদ হাসিব খানকে নিয়ে যায় পুলিশ।